এনবি নিউজ ডেস্ক : শিগগিরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে, অন্তত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে।
তিনি বলেন, দুই পক্ষের একত্রিত হওয়া ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ। আমরা মধ্যস্থতাকারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনে আগ্রহী।
মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এই বৈঠকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে আশার আলো দেখা গেছে। কিন্তু রাশিয়ার আক্রমণ এখনও অব্যাহত রয়েছে।
ন্যাটো জোটের সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের ভালো সম্পর্ক রয়েছে। সংঘাত নিরসনে দেশটি মধ্যস্থতা করছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত আলোচনার মধ্যে ইস্তাম্বুলেই গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেন, সবকিছু কি শেষ? না… উত্তেজনা নিরসনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবের এসব পদক্ষেপের প্রভাব খুব বেশি দেখা যাচ্ছে না। কেউ বলবে এটি কৌশল, কেউ সংশয় জানাবে। আমরা সতর্ক।
এ টি