এনবি নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন আক্রমণ করলে তাইওয়ানের পাশে থাকার ‘প্রতিশ্রুতি’ দিয়েছেন। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপান সফররত বাইডেনকে চীন আক্রমণ করলে তাইওয়ানের পাশে থাকবেন কী না জানতে চাইলে জবাবে তিনি বলেন, হ্যাঁ।
বাইডেন বলেন, এমনটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এক চীন নীতির সঙ্গে একমত হয়েছি, আমরা এতে স্বাক্ষর করেছি… কিন্তু তাইওয়ানকে জোর করে নেওয়া যেতে পারে এমন ধারণাটি ঠিক নয়।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটা সমগ্র অঞ্চলকে স্থানচ্যুত করবে এবং ইউক্রেনে যা ঘটেছে ঠিক তার মতো আরেকটি পদক্ষেপ হবে।
প্রসঙ্গত, চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ। এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ; যা ভবিষ্যতে কোনো একদিন চীনের সঙ্গেই একীভূত হবে।
এ টি