এনবি নিউজ : ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকে। তেলবাহী ট্রেনের ওয়াগন সরিয়ে ফেলায় সন্ধ্যা ছয়টা থেকে ফের রেল যোগাযোগ চালু হয়।
এর আগে, মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস মনতলা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ টি