এনবি নিউজ ডেস্ক : মাতোকি তাতসুনোরি নামের এক জাপানি কূটনীতিক অর্থের মাধ্যমে ওই অঞ্চলে ‘পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব’ এবং ‘এশিয়ার একটি দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের’ গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
তবে জাপান দাবি করেছে, তাদের কূটনীতিক কোনো গুপ্তচরগিরিতে জড়িত না।
আজ মঙ্গলবার জাপানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের কূটনীতিককে চোখ বেঁধে আটকে রেখে নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এজন্য রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে জাপান।
জাপান জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের চুক্তি ভঙ্গ করেছে রাশিয়া এবং ‘এ কাজটি ভয়ানকভাবে করেছে তারা ‘
জাপানের মন্ত্রীপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেছেন, আমাদের কূটনীতিককে চোখ বাঁধা হয়। যখন তাকে আটক করা হচ্ছিল তখন তার হাত ও মাথা শক্ত করে চেপে রাখা হয়েছিল। তিনি তার মাথা ও হাত নড়াতে পারছিলেন না। এরপর তার সঙ্গে বাজে ব্যবহার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
মন্ত্রীপরিষদ সচিব জানিয়েছেন, তারা তাদের কূটনীতিককে বুধবারের মধ্যে ফিরিয়ে নিয়ে আসছেন, যেহেতু রাশিয়া তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে।
এ টি