এনবি নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন। আলাপে এরদোয়ানকে পুতিন ইউক্রেন যুদ্ধের সর্বশেষ ঘটনা শেয়ার করেছেন।
তুরস্কের প্রেসিডেন্টদপ্তর শুক্রবার এই তথ্য জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান শান্তিপূর্ণ সমাধানে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তুরস্ক অনেকটা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জুলাই মাসে তুরস্ক-জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরের বন্দর দিয়ে উভয়পক্ষ বিশ্ববাজারে শস্য রপ্তানিতে সম্মত হয়।
ইউক্রেন-রাশিয়া উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষাকরে চলা এরদোয়ান একদিকে যেমন ইউক্রেনে আক্রমণের নিন্দা জানিয়েছেন। অন্যদিকে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞারও সমালোচনা করেছেন। একইসঙ্গে ইউক্রেনের কাছে ড্রোন বিক্রয় করেছে আঙ্কারা। সূত্র: সিএনএন
এ টি