এনবি নিউজ : সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা। বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।
আজ সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের বৈঠকে ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি মোট ২২ দিন। এরমধ্যে আট দিন পড়ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ১৪ দিন সাধারণ ছুটি। নির্বাহী আদেশের ছুটি পড়ছে আট দিন।
এ টি