এনবি নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ।
বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র ক্যারিন জিয়ান পিরি বলেন, এ দুই নেতা যোগাযোগ বজায় রাখা এবং বাড়ানোর বিভিন্ন প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অভিন্ন স্বার্থ রয়েছে— এমন ক্ষেত্রে কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে একত্রে কাজ করা যায়, সেটি নিয়েও আলোচনা করবেন তারা।
প্রেসিডেন্ট হওয়ার আগে বাইডেন-শির সাক্ষাৎ হয় গত ২২ মাসে। অনেকবার টেলিফোনে কথা বলেন তারা। তবে মহামারি করোনাভাইরাস এবং বিদেশ ভ্রমণে শির অনাগ্রহ দুই নেতার সরাসরি সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে বেশ বাধা হয়ে দাঁড়ায়।
বর্তমানে দুই দেশের বিশাল অঙ্কের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক রয়েছে। তবে একে অপরের সঙ্গে সামরিক ও কূটনৈতিক প্রভাব খাটানোর ব্যাপারে চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে।
এটি