ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্ততকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাঁদের পরিবার।
২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।
ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন (৭৩০ কোটি) মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাঁকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে। হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত ফরাসি ধনকুবের ডাসাল্ট তিন সন্তানের জনক ছিলেন।