• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি কর্মী সর্বস্ব রাজনৈতিক দল নয়, বিএনপি জনসমর্থন ভিত্তিক রাজনৈতিক দল – মোঃ শাহজাহান Знакові постаті: роль у медицину, комерцію, культуру та інші галузі. ডাঃ ঝুমা অফিস টাইমে দেখেন রোগী, ডিগ্রি ছাড়া করেন অপারেশন ডাঃ ঝুমা অফিস টাইমে দেখেন রোগী, ডিগ্রি ছাড়া করেন অপারেশন Probabilità Di Vincita Gratta E Vinci Qual È 13 নোয়াখালীতে আন্দোলনে আহত ছাত্রদের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান ‘মৎস্য খামারে সন্ত্রাসী হামলা-ভাঙচুর’ হাসপাতাল থেকে আহতদের চিকিৎসা ফাইল গায়েব নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাপ্পিকে সংবর্ধনা উপজেলা নির্বাচন প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর চাটখিলে ভুমি নিয়ে বিরোধ, আহত ৪, গ্রেফতার ২

ডাঃ ঝুমা অফিস টাইমে দেখেন রোগী, ডিগ্রি ছাড়া করেন অপারেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ সংবাদটির পাঠক ৬ জন

মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নোয়াখালীর সিনিয়র লেকচারার ডাঃ শায়লা সুলতানা ঝুমার বিরুদ্ধে অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ ওঠেছে। সরকারী চাকুরীর নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্মস্থলে থাকার কথা থাকলেও অভিযোগ রয়েছে তার বহু আগেই তিনি অফিস থেকে বের হয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ইনডোরে রোগী দেখার জন্য ও সিজার করার জন্য খেয়াল খুশি মতো চলে যান। অভিযোগ আছে গত ১৪ বছর আওয়ামীলীগ নেতাদের ও স্বাচিপের নেতাদের ম্যানেজ করে নোয়াখালী জেলার মধ্যে বিভিন্ন পোস্টে চাকুরী করে আলাদা সুবিধা গ্রহন করেন। দফায় দফায় পেয়েছেন পদোন্নতি। অথচ গত ৫ই আগষ্ট সরকার পতনের পর থেকে তিনি নিজে কে বৈষম্যের স্বীকার বলে দাবি করছেন। এনিয়ে ডাক্তারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।

 

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজের মতো করেই স্বাধীনভাবে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বার করে যাচ্ছেন তিনি। তার পরও রহস্যজনকভাবে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নোয়াখালী কর্তৃপক্ষ। প্রতিদিন ম্যাটসের হাজিরা খাতায় সাক্ষর দিয়ে মাসিক সরকারি বেতন-ভাতা ভোগ করলেও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে তেমন গুরুত্বই দিচ্ছেন না তিনি। কোনো কিছুকেই তোয়াক্কা না করে প্রতিদিন হাজিরা দেয়ার পর নাম মাত্র ক্লাশ নিয়ে চলে যাচ্ছেন প্রাইভেট চেম্বারে। এতে ভোগান্তিতে পরেছে ম্যাটস এর শিক্ষার্থীরা। এ নিয়ে ম্যাটস এ কর্মরত শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া, অভিযোগ আছে তার কথায় অবাধ্য হলে শিক্ষার্থীদের কে মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেন। ভয়ে এই ব্যাপারে কিছু বলতে পারছে না শিক্ষার্থীরা।

 

জানা যায়, আওয়ামীলীগের শাসনামলের শুরুতে ২০১১- ১২ সালের দিকে আওয়ামীলীগের চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাথে সখ্যতা তৈরি করে নোয়াখালী ২৫০ শয্য জেনারেল হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে পদায়িত হোন ডাঃ শায়লা সুলতানা ঝুমা, পরে একই কর্মস্থলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) হিসেবে যোগদান করেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি ডাঃ ঝুমার। স্বাচিপের জেলার নেতাদের ম্যানেজ করে তাদের সুপারিশে ২০১৯ সালের দিকে হোন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পরে ২০২১ সালে হোন জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

 

এরপর মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর সিনিয়র লেকচারার পদশূন্য হলে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের তৎকালীন সাধারন সম্পাদক একরামুল করিম চৌধুরীর ডিও লেটারের মাধ্যমে সুপারিশ নিয়ে সেখানে পদায়ন পান। এভাবেই তিনি গত ১৪ বছর ধরে আওয়ামীলীগ নেতাদের ও স্বাচিপের নেতাদের ম্যানেজ করে নোয়াখালী জেলার মধ্যে বিভিন্ন পোস্টে চাকুরী করে আলাদা সুবিধা গ্রহন করেন। অথচ গত ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের সরকার পতনের পর থেকে তিনি নিজে কে বৈষম্যের স্বীকার বলে দাবি করছেন।

 

এই বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর নোয়াখালী জেলার সাধারন সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান জানান, স্বাচিপের সুপারিশে তৎকালীন ডাঃ ঝুমা বিভিন্ন পদে পদায়িত হয়েছে এটা সত্য, স্বাচিপের সুপারিশেই তিনি ১৪ বছর নোয়াখালী জেলায় চাকুরী করতেছেন। তবে এখন শুনতেছি তিনি নাকি বৈষম্যের স্বীকার হয়েছেন। আসলে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেই হিসেবে তার পরিবর্তন হওয়াটাও অস্বাভাবিক নয়।

 

এছাড়াও অভিযোগ আছে তিনি গাইনোকলজিষ্ট না হয়েও হিস্টেরেক্টমি বা জরায়ু অপারেশনের মত জটিল অপারেশন করে থাকেন। যার ফলে বিভিন্ন সময় রোগীর অপুরনীয় ক্ষতি হয়। এই ব্যাপারে গাইনোকলজিষ্ট চিকিৎসকদের সংগঠন (ওজিএসবি) ও সিভিল সার্জন থেকেও ডাক্তার ঝুমাকে এসব অপারেশন না করার জন্য নিষেধ করা হয়।

 

এ বিষয়ে গাইনোকলজিষ্ট চিকিৎসকদের সংগঠন (ওজিএসবি) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ আবু নাছের জানান ১ বছরের ট্রেনিং থাকলে সিজার অপারেশন করতে পারবে তবে হিস্টেরেক্টমি বা জরায়ু অপারেশন করার জন্য পোষ্ট গ্রেজুয়েট ডিগ্রি লাগবে। পোষ্ট গ্রেজুয়েট ডিগ্রি ছাড়াও কিছু ডাক্তার জরায়ু অপারেশন করছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা এসব সিভিল সার্জনকে জানিয়েছি, সিভিল সার্জন নির্দেশনা দিয়েছেন, তবে ওনার নির্দেশনা এসব ডাক্তাররা মানছে না। ডাঃ আবু নাছের আরো জানান, ডাঃ শায়লা সুলতানা ঝুমার পোস্ট গ্রাজুয়েশন না থাকায় সিভিল সার্জন তাকে জরায়ু অপারেশন করতে একাধিকার নিষেধ করেছেন, যার কপি আমার কাছে রয়েছে। কিন্তু তিনি তা পাত্তা দিচ্ছেন না। তারা কয়েকজন ভিতরে ভিতরে এই অপারেশন করছে বলে জানান তিনি।

 

এদিকে অফিস টাইমে কিভাবে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন জানতে চাইলে ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, তবে কেউ আমাকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি, যদি অভিযোগ করে তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে তিনি প্রতিবেদককে সরাসরি ম্যাটস এ এসে খোজ নিতে অনুরোধ জানান। এর বেশি কিছু বলতে অস্বীকৃতি প্রদান করেন তিনি।

 

সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার জানান, সরকারি ভাবে বলা আছে ১ বছর ট্রেনিং থাকলে সিজার করতে পারবে। তবে জরায়ু অপারেশনের জন্য অবশ্যই পোষ্ট গ্রেজুয়েট ডিগ্রি লাগবে। এরপরেও যদি কেউ পোষ্ট গ্রেজুয়েট ডিগ্রি ছাড়া অপারেশন করে, তবে তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এদিকে অভিযোগের বিষয়ে জানতে ডাঃ শায়লা সুলতানা ঝুমাকে একাধিক বার কল দিলেও মোবাইলে পাওয়া যায় নি। এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ