পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘আল-হিবা ফাউন্ডেশন’র উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৭ মার্চ মঙ্গলবার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নাধীন বিভিন্ন গ্রাম এবং পাশ্ববর্তী গ্রামসমূহে ফাউন্ডেশনের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেন। এসময় উপস্থিত ও তত্বাবধানে ছিলেন ‘আল-হিবা ফাউন্ডেশন’র সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ হোসাইন আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু, সদস্য পারভেজ আহমেদ ও আবদুল কাদের জিলানী।
ঈদ সামগ্রী বিতরন কর্মসূচি নিয়ে ‘আল-হিবা ফাউন্ডেশন’র সভাপতি নিজাম উদ্দিন বলেন – “ঈদের আনন্দ এবং দারিদ্র্যতার দুরত্ব কমাতে আমাদের এই উদ্যোগ। আমাদের আশেপাশের অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, সবার ঈদ হোক সম্প্রীতি আর সৌহার্দপূর্ণ”।
আয়োজকরা জানান, প্রতিবছর সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আশাবাদী, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে।