এনবি নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একের পর এক আন্দোলনে ব্যর্থ হয়ে অবশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী রাজনীতির কাঁধে ভর করেছে বিএনপি। এ কারণে জনগণ মনে করে, বিএনপি রাজনীতির আইসোলেশন শুরু হয়ে গেছে এবং চলমান রয়েছে, বলেন সেতুমন্ত্রী ।
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলীতে তুরাগ নদীর অপর প্রান্তে আমিনবাজারে ২২০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় আমিনবাজার সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের সম্পৃক্ততা ছাড়া এ দেশে কোনোদিন কোনো আন্দোলন সফল হয়নি, হবেও না। দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। সে কারণে তারা (বিএনপি) বার বার আন্দোলনের ডাক দিয়েও সাড়া না পেয়ে অবশেষে হেফাজতের ঘাড়ে ভর করেছে।’
‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির প্রতি জনগণ সাড়া দেয়নি। জনগণ মনে করে বিএনপির আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও’, যোগ করেন ওবায়দুল কাদের।
এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আর, বিএনপির রাজনীতি প্রমাণ করে তাদের আজ লেজেগোবরে দশা। জনগণ মনে করে বিএনপির মনোজগতে নেতিবাচক ভাইরাস বাসা বেঁধেছে। করোনার চেয়েও তারা ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র ও আগুনসন্ত্রাস।’
এ ছাড়া দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে গণপরিবহণ চলাচলের অনুমতি দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখেই শর্তসাপেক্ষে সিটি করপোরেশনের এলাকায় গণপরিবহণ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবহণ মালিক-শ্রমিকেরা সরকারের বেঁধে দেওয়া শর্ত মানছেন না। সাধারণ যাত্রী থেকে শুরু করে জনগণ করোনাকে পাত্তাই দিচ্ছেন না। সামাজিক দূরত্ব না মেনে বরং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, সড়ক ও সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।
২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় আট-লেন আমিন বাজার সেতুটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা রয়েছে।