এনবি নিউজ : ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সুন্দরবন সংলগ্ন দুবলারচর এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। তবে বৃষ্টিপাত নেই বলে জানিয়েছেন পূর্ব বনবিভাগের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায়।
এদিকে, বনের অভ্যন্তরে এখন বনবিভাগ ও কোস্টগার্ড ছাড়া কোনো জেলে, বাওয়ালী ও মৌয়াল নেই। কারণ, সাগরে গত ২০ মে থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে সবাই নিজ নিজ এলাকার বাড়ি-ঘরে ফিরে গেছেন।
এদিকে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে গতকাল রাত ৮টা ও ১০টার দিকে মোংলায় দুই দফায় কয়েক মিনিটের জন্য সামান্য বৃষ্টি হলেও তেমন কোনো ঝড়ো হাওয়া বয়ে যায়নি।