এনবি নিউজঃ গতকাল শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায়, পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের তালিকা করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশও দেন তিনি।
সভাশেষে বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সূত্র জানায়, সভায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহীদের মদদদাতাদের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও সভায় আলোচনায় উঠে আসে। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যে আটটি কেন্দ্রীয় টিম রয়েছে, তাদের এসব বিষয়ে খোঁজখবর নেওয়া ও তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। যেসব জায়গায় ইতোমধ্যে পৌর নির্বাচন হয়েছে এবং আগামীতে অনুষ্ঠিত হবে প্রত্যেক জায়গার খবর নিতে বলেছেন তিনি।
কোন কোন পৌরসভায় কারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের কারা মদদ দিচ্ছেন, দলীয় প্রার্থীর বাইরে গিয়ে কারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বা কাদের প্ররোচনায় দলের সিদ্ধান্ত কারা উপেক্ষা করছে, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দলের কেন্দ্রীয় কোনো নেতা বা এমপি আছেন কিনা, সে তথ্য তিনি নিতে বলেছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের। শুধু বিদ্রোহী প্রার্থীই নয়, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহীদের মদদ দিচ্ছে বা তাদের পক্ষে অবস্থান নিয়েছে, তারাও আগামীতে দলের কোনো মনোনয়ন পাবেন না। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন।
এ টি/ ৩১ জানুয়ারি ২০২১