এনবি নিউজঃ আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইনে সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক জানান রাজধানীর জন্য চার লাখ ডোজ করোনার টিকা বরাদ্দ রয়েছে ।
পরীক্ষামূলক প্রয়োগের পর এবার গণহারে টিকা দেওয়ার পালা। আগামী রোববার সারা দেশে শুরু হচ্ছে সে মহাযজ্ঞ। এরই মধ্যে জেলায় জেলায় পৌঁছে গেছে টিকা।’
এখনো অ্যাপে নিবন্ধন শুরু না হলেও আজ সোমবার সকালের মধ্যে অনলাইনে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তিনি আরও বলেন, ‘যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।’
আর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেহেতু ঢাকায় জনসংখ্যা বেশি সে জন্য এখানে বেশি বরাদ্দ করা হয়েছে।
এ টি/ সোমবার