এনবি নিউজ : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। আগামী রবিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেয়া হবে।
অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব জানান।
তিনি জানান, ৮টি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরষ্কার দেয়া হবে। এবার এই পদক পাচ্ছেন পাঁচজন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে মরণোত্তর পদক পাচ্ছেন অধ্যাপক মমতাজ বেগম। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন জয়া পতি।
এছাড়া কৃষিক্ষেত্রে মোছাম্মদ নুরুন্নাহার বেগম, গবেষণায় নাদিরা জাহান এবং রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল পাচ্ছেন পদক। এছাড়া পাঁচ অস্বচ্ছল নারীকে দেয়া হবে আর্থিক সহায়তা।
এ টি