এনবি নিউজ : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের ফটকের বাইরে এখনও বহু মানুষের ভিড় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা সেখানে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন নাগরিকদের ‘কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি যাদের আসতে বলবে, শুধু তাদেরকেই সেখান দিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, লোকজনকে বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।
তবে আইএসের হামলার আশঙ্কার বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে হামলার হুমকি দেওয়া হয়নি।
কাবুল বিমানবন্দরের বাইরে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ক্রমবর্ধমান ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্র এই জরুরি সতর্কবার্তার কথা জানাল। বিশেষ করে টানা দুই দশকের যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে নানাভাবে যাঁরা কাজ করেছেন, তাঁরা নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে চাইছেন।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান।
গতকাল শনিবার এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আড়াই হাজার মার্কিন নাগরিকসহ ১৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে তারা। যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোও তাদের নাগরিকসহ আফগান সহযোগীদের ফিরিয়ে আনার কার্যক্রম চালু রেখেছে।