নিউজ ডেস্ক : বার্ধক্যসহ নানা রোগে আক্রান্ত ভারতীয় অভিনেতা দিলীপ কুমারকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্বাসকষ্ট শুরু হওয়ায় রোববার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তাকে ভর্তি করা হয় বর্ষীয়ান এ অভিনেতাকে।
৯৮ বছর বয়সী দিলীপ কুমার বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।
বার্ধক্যসহ নানা রোগে আক্রান্ত ভারতীয় অভিনেতা দিলীপ কুমার।
গত বছরের মার্চ মাসে অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
পাকিস্তানের পেশোয়ারের এক ছোট্ট শহরে দিলীপ কুমারের জন্ম। তার নাম ছিল মহম্মদ ইউসুফ খান। পুনেতে নিজের ক্যানটিন ব্যবসা শুরু করা পর্যন্ত তার জীবন ছিল সাদামাটা।
পুনে থেকে বাবার হাত ধরে মুম্বাই গিয়ে তার জীবনে লাগে পরিবর্তনের হাওয়া। সেই বদলে নাম বদলে তিনি হন দিলীপ কুমার।
১৯৪৪ সালে অভিনয় করেন ‘জোয়ার ভাটা’ ছবিতে। এরপর একে একে ‘নদিয়া কে পার’, ‘মেলা’, ‘আন্দাজ’, ‘জোগান’, ‘বাবুল’, ‘আরজু’, ‘দিদার’, ‘তারানা’, ‘দাগ’-এর মতো ছবিতে কাজ করে বলিউডকে সমৃদ্ধ করেছেন তিনি।
‘দেবদাস’, ‘গঙ্গাযমুনা’, ‘ক্রান্তি’ থেকে ‘মোগল-ই-আজম’ ছবিগুলোতে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্রের অমর নায়কে পরিণত হয়েছেন তিনি।
দিলীপ কুমারের প্রেম ছিল কামিনী কুশলের সঙ্গে। পরে ৯ বছর তিনি প্রেম করেন মধুবালার সঙ্গে। শেষ পর্যন্ত বিয়েটা করা হয়নি তাদের। রাজি হননি মধুবালার বাড়ির লোকেরা।
পরে তিনি বিয়ে করেন নিজের থেকে ২২ বছরের ছোট অভিনেত্রী সায়রা বানুকে। তার সঙ্গেই ৫৪ বছরের সংসার নায়কের। ১৯৯৪ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত হন দিলীপ কুমার।
এ টি