এনবি ডেস্কঃ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বার্তায় এ খবর জানায়। তবে এর পেছনে শর্ত দেওয়া হয়েছে যে, এতে অবশ্যই পাকিস্তানকে জঙ্গি, শত্রুতা ও সংঘাতমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, এমন পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব পাকিস্তানের। এর আগে, মঙ্গলবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়াও শান্তির বার্তা দেন।
তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানকে জম্মু-কাশ্মীরের দীর্ঘকালীন সমস্যাটিকে মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।’ তবে ভারত বরাবরই বলে আসছে আলোচনা এবং সন্ত্রাসী কার্যকলাপ একসঙ্গে হতে পারে না।