এনবি নিউজ : দেশে ২৪ ঘণ্টায় ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯৯ জনই রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২১ জনে। এর মধ্যে শুধু চলতি আগস্টেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬৩ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬২ জন এবং ঢাকার বাইরে ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
এর আগে গতকাল রবিবার ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। আর জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
এ টি