এনবি নিউজ : বিশ্বের বিভিন্ন দেশে ছয় কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার টিকা মজুত করছে যুক্তরাষ্ট্র, এমন আন্তর্জাতিক সমালোচনার মুখে, ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রে উৎপাদিত টিকা বিশ্বের বিভিন্ন দেশে দেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের সিনিয়র কোভিড নাইটিন অ্যাডভাইজর এন্ডি স্লাভিট জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র এই টিকা রপ্তানি কার্যক্রম শুরু করবে। টুইটবার্তায় এন্ডি স্লাভিটের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন সার্জন জেনারেল ডা. ভিভেক মার্থি।
সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, খাদ্য ও ওষুধ প্রশাসনের রিভিউ শেষে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ কোটি ডোজ টিকা হাতে আসবে। আরও পাঁচ কোটি উৎপাদন পর্যায়ে রয়েছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডা ও মেক্সিকোকে অ্যাস্ট্রাজেনেকার চার কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। দুই দেশেই যুক্তরাজ্যের এই কোম্পানিটির টিকার অনুমোদন রয়েছে। এ ছাড়া ভারতে নাজুক করোনা পরিস্থিতির ফলে সেখানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা সরঞ্জাম সহযোগিতার দাবি উঠেছে।