ঢাকা থেকে হেলিকপ্টারে করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী। পায়রায় পৌঁছানোর পর রাবনাবাদ নদীর কয়লা জেটিতে রঙিন পাল তোলা ২০০ নৌকা থেকে পতাকা উড়িয়ে এবং গানের সুরে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়।
প্রধানমন্ত্রী পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করার পাশাপাশি নাম ফলক উন্মোচন করবেন। বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতার স্মারক হিসেবে এ সময় ১৩২০টি পায়রা ওড়ানোর কথা রয়েছে।বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনের পর সেখানে সংক্ষিপ্ত সুধী সমাবেশে অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার এ সফর ঘিরে পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।