মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে নারীর প্রতি সহিংসতা ও হালিমা বেগমকে হত্যাকারিদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসী ও নিজেরা করি সংগঠন।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারস্থ চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে নিজেরা করি সুবর্ণচর উপজেলা শাখা।
মানববন্ধনে অংশ নেন সম্প্রতি খুন হওয়া হালিমা বেগমের পরিবারের সদস্যরা, এলাকাবাসী ও নিজেরা করি সংগঠনের নেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন, নিহত হালিমা বেগমের পুত্র মোঃ শরীফ , রিয়াজ হোসেন, নিজেরা করি সংগঠনের সুবর্ণচর উপজেলা অঞ্চল সম্নয়ক পরিতোষ দেবনাথ, আফরোজা বেগম, চট্রগ্রাম বিভাগীয় সংগঠক গুলশান আরা বেগম, ভূমিহীন নেতা আবু্ল কালাম মাষ্টার, চর জব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, যৌন হয়রানী ও বাল্যববিবাহ প্রতিরোধ কমিটির আহবায়ক মিরাজ, দিদারসহ এলাকার নেতৃস্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি হালিমা বেগমকে হত্যা করে পরে চর পানা উল্যাহ গ্রামের মালেক খাল থেকে পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার ১ দিন পর হালিমার স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করে চরজব্বর থানা পুলিশ। হত্যার সাথে জড়িত সকলে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী জনান তারা বক্তারা। সেই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।