আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআনে হাফেজ ও মাদ্রাসা শীক্ষার্থীদের নিয়ে ‘কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ ই মার্চ) মঙ্গলবার সকালে সোনাইমুড়ী উপজেলার ইলামগঞ্জ বাজারে অবস্থিত বজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা’র উপাধ্যক্ষ নেছার আহমেদ, আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মোঃ শহীদুল্লাহ্ এবং সাকিরপুর ফোরকানিয়া মাদ্রাসা’র মুহতামিম মাওলানা ইয়াকুব।
এসময় বিচারক ও অতিথিরা পবিত্র কোরআনুল কারীম এবং কোরআন সম্পর্কিত এমন আয়োজন এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে আল-হিবা ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন বলেন ‘সমাজের প্রচলিত অপসংস্কৃতি থেকে শিশু ও যুবকসমাজকে দূরে রাখতে আল-হিবা ফাউন্ডেশন এমন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে যাবে’।
উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন জামিয়া রশিদিয়া ফেনী মাদ্রাসার ছাত্র আরাফাত হোসেন, মাদ্রাসায়ে নূরে মদিনা রশিদপুর এর ছাত্র মেহরাব হোসেন, তাহফিজুল কুরআন মাদ্রাসা, বজরা’র ছাত্র আবদুল্লাহ।
অনুষ্ঠান বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট এবং অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীদের হাতে সম্মাননা স্বারক উপহার তুলে দেন বিচারক ও অতিথিরা।
আল-হিবা ফাউন্ডেশন কর্তৃক ১ম বারের মতো আয়োজিত অনন্য এই অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন হাফেজ ও হিফজুল শিক্ষার্থী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে।