এর আগে গত ৮ মে ঢাকার মিরপুরের বাসিন্দা এক ব্যক্তি করোনা পজিটিভ হন। তিনি কিডনির চিকিৎসার জন্য গত ২৪ ফেব্রুয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভারতে যান। গত ২৫ মে তাঁরা দেশে ফিরেছেন। আর গত সোমবার তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পূর্ণ হয়েছে। তবে তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত নন। তারপরও গত মঙ্গলবার দুপুরে করোনায় আক্রান্ত স্বামীর সঙ্গেই তিনি আইসোলেশন ওয়ার্ডে যান।
আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। গত ২৬ এপ্রিল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত শুরু হয়। গত সোমবার স্থলবন্দর দিয়ে ৪৩ বাংলাদেশি ফিরেছেন। একই দিন ভারতে গেছেন ৩ জন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম এনবি নিউজকে বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৮২ জন ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে জেলায় ৩৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন। আর গত ২৬ এপ্রিল থেকে ১০ জুন সোমবার পর্যন্ত ১ হাজার ৫৪৫ জন বাংলাদেশে ফিরেছেন।