এনবি নিউজ : আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। সেই সঙ্গে সবাইকে সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফেরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
তালেবান এক বিবৃতিতে জানায়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সঙ্গে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’ খবর এএফপি’র।
যারা সাবেক সরকার বা পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে, যেমন যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য যারা অনুবাদক হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, আফগানিস্তানে ছড়িয়ে পড়া এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।
এ টি