এনবি নিউজ : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় উল্টোপথে আসা কন্টেইনারবাহী লরি ও যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১) নামের দুই যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এ সময় চালক ও শিল্পীসহ আহত হয়েছেন আরও ছয়জন। উপজেলার সোনাপাহাড় এলাকায় আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত তরুণ শিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ লুৎফরসহ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, আটজন শিল্পী আজ শনিবার মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পরে মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এ সময় দুই যন্ত্রশিল্পীসহ আটজন আহত হন।
ওসি আরও জানান, লরিটি প্রথমে ঢাকামুখী থাকলেও সোনাপুর এলাকায় গিয়ে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এরপর লরিটির চালক লরি রেখে পালিয়ে যায়।