এনবি নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার বিকাল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।
তিনি গণমাধ্যমকে বলেন, দিনভর উদ্ধার অভিযান চালিয়েছে ডুবুরি দল। ডুবে যাওয়া ট্রলারের তলদেশে ডুবুরিরা আজ বিকালে সর্বশেষ তল্লাশি করে। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে ট্রলারটি নিরাপদ স্থানে রাখার পর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকাল সোয়া ৫টায় উপজেলার লইছকা বিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
এদিকে সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।।
অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, জেলা সদর হাসপাতালে মরদেহগুলো আনার পর স্বজনরা শনাক্ত করেন। হস্তান্তরের সময় মরদেহ দাফন-কাফনের জন্য প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।
এ টি